করোনার লকডাউনে বেড়েছে লেখকের সংখ্যা

করোনাকালে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে লেখকের সংখ্যা- এমন তথ্যই জানাচ্ছে ওয়াটপ্যাড নামে এক আন্তর্জাতিক অনলাইন গল্প বলার সংস্থা। সম্প্রতি এক সমীক্ষা পরিচালনা করে সংস্থাটি। সমীক্ষার ফলাফল বলছে দিন দিন বেড়েই চলেছে লেখার মাত্রা। লেখা, সে যেমনই গুণমানের হোক, মানসিক অবসাদ কাটাতে তাকেই হাতিয়ার হিসেবে সবাই ব্যবহার করছেন সারা বিশ্ব জুড়ে।
এছাড়াও সমীক্ষাটি বলছে, কোভিড ১৯ সংক্রমণ, লকডাউন, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো ঘটনা খুব বেশি করে উঠে আসছে সাম্প্রতিক সাহিত্যে।
এবছর জানুয়ারি থেকে সমীক্ষাটি শুরু করে ওয়াটপ্যাড। সমীক্ষার ফলাফল বলছে, শুধু ভারতেই জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এই সংস্থায় লেখকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫১ শতাংশ! শুধু মাত্র এপ্রিল মাসেই ৫০ শতাংশ বেশি উদীয়মান সাহিত্যিক আত্মপ্রকাশ করেছেন এই সংস্থার মাধ্যমে।
লেখার বিষয়েও রয়েছে বৈচিত্র্য। করোনার দিনগুলিতে প্রেম যেমন জুড়ে থেকেছে অধিকাংশের লেখা, তেমনই এসেছে অলীক কল্পনাবিলাস। যার মাধ্যমে রূঢ় বাস্তব থেকে পালাতে চেয়েছেন অনেকে। অনেকে আবার মৃত্যুভয় জড়িয়ে থাকা এই সময়কেই ফুটিয়ে তুলেছেন লেখায়।