অনলাইনে দেড় হাজার টাকায় নাকি 'বিক্রি' হচ্ছেন সাদ্দাম হুসেইন!
অনলাইনে মাত্র ২০ ডলারেই নাকি পাওয়া যাচ্ছে সাদ্দাম হুসেইনকে! এক মার্কিন অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে নাকি বিক্রি হচ্ছেন ইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হুসেইন। এমনই এক বিজ্ঞাপনের স্ক্রিনশট ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ট্রেন্ডিংও শুরু হয়ে যায় টুইটারে।
অনলাইন শপিং সাইট 'উইশ'-এর একটি পণ্যের বিজ্ঞাপন নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়। সেখানে দেখা যায় সাদ্দাম হুসেইনের একটি ছবি। ছবিটি ইরাকে সাদ্দাম বিরোধী জোটের হাতে ধরা পড়ার পরে তোলা। ছবিতে তার বড় বড় দাড়ি, গোঁফে ঢাকা মুখ, অবিন্যস্ত চুল দেখা যাচ্ছে, গায়ে একটি কালো পোশাক।
আসলে সাদ্দাম হুসেইনের এই রকম ছবির পোস্টার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে অনলাইন সাইটটিতে। সেখানে দু'টি আকারের এই পোস্টারের দাম বাংলাদেশি মুদ্রায় যথাক্রমে দুই হাজার টাকা ও পাঁচ হাজার ১৫৪ টাকা। বিবরণটি দেখলেই বিষয়টি পরিষ্কার হবে বিষয়টা। প্রসঙ্গত, শুধু এমন পোস্টারই নয় সাদ্দামের ছবি ছাপা টি-শার্টও পাওয়া যায় ওই সাইটে।
কিন্তু কেবল বিজ্ঞাপনে ছবির অংশটির স্ক্রিন শট শেয়ার হওয়ার ফলে বিভ্রান্ত হয়ে যান অনেকে। অনেকেই নানান মজার মন্তব্য করতে থাকেন।
