ইরাকের সাদ্দাম ও পানামার নরিয়েগার কাতারে এবার মাদুরো: যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া সর্বশেষ রাষ্ট্রনেতা
মাদুরোকে আটকের এই খবর অতীতের স্মৃতি ফিরিয়ে এনেছে। এর আগে পানামার সাবেক সামরিক শাসক ম্যানুয়েল নরিয়েগা এবং ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনকেও একইভাবে আটক করেছিল যুক্তরাষ্ট্র।
