টরন্টো ফিল্ম ফোরামের নতুন কমিটি

মননশীল চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নিয়ে আলোচনা ও চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্য সামনে রেখে ২০১৪ সালের ২১ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে টরন্টো ফিল্ম ফোরাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখাও এর অন্যতম উদ্দেশ্য।
গেল নভেম্বরের ২৬ তারিখে ড্যানফোরথে সংগঠনের কার্যালয়ে বাৎসরিক সাধারণ সভায় নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক সাহিদুল আলম টুকু। প্রতিবেদনের ওপর উপস্থিত সদস্যদের আলোচনার পর ২০২২-২০২৩ বছরের কার্যনির্বাহী পরিষদের খসড়া উপস্থাপিত হয়। নির্বাচন কমিটি খসড়া পর্যালোচনা করে নতুন কমিটি অনুমোদন দেয়। এতে এনায়েত করিম বাবুলকে সভাপতি ও মনিস রফিককে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
ওই সভায় ফোরামের সাধারণ পরিষদও পুনর্গঠিত হয়।
কার্যনিবাহী পরিষদের অন্যান্য সদস্যরা হচ্ছে, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ নুর ময়না, অর্থ সম্পাদক সাহিদুল আলম টুকু, সাংগঠনিক সম্পাদক জগলুল আজিম রানা, অনুষ্ঠান সম্পাদক সোলাইমান তালুত রবিন, অফিস সম্পাদক বিদ্যুৎ সরকার, ফিল্ম স্ক্রীনিং সম্পাদক রেজিনা রহমান, প্রেস এবং প্রকাশনা সম্পাদক আরিফ হোসেন বনি এবং প্রচার সম্পাদক গৌতম শিকদার। নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হচ্ছে, শেখ শাহনওয়াজ, অপু রোজারিও, শাকিল হান্নান, সাইফুল ওয়াদুদ হেলাল, দেলওয়ার এলাহী, দেলোয়ার হোসেন দুলাল, পারভেজ চৌধুরী, হিমাদ্রী রয়, সাগর আহমেদ, আরিফ ভূঁইয়া, শিখা রউফ এবং গোপা চৌধুরী।
সাধারণ পরিষদের সদস্যরা হচ্ছেন নাদিম ইকবাল, শাকিল উদ্দিন, জিন্নাত জাহান, দিলারা নাহার বাবু, কোরবান আলী, নবিউল হক বাবলু এবং শারমিন শরীফ।
সভাপতির বক্তব্যে এনায়েত করিম বাবুল আশাবাদ ব্যক্ত করেন, আগামী দু'বছরের জন্য গঠিত নতুন কার্যনির্বাহী এবং সাধারণ পরিষদ টরন্টো ফিল্ম ফোরামের বর্তমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ফোরামকে আরও সুন্দর জায়গায় উন্নীত করবে।
টরন্টো ফিল্ম ফোরামের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অন্টারিও আর্ট কাউন্সিল আগামী মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ১০০০০ কানাডিয়ান ডলার অনুদান হিসেবে প্রদান করেছে।