রাহিতুলের নতুন উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

এত দিন চাপা পড়ে ছিল হত্যা মামলাটি। প্রধান দুই আসামিই ভোটে জেতা লোক - দীর্ঘদিনের অভিজ্ঞ দুই রাজনীতিবিদ। শেষে কি একটা ছোট্ট মেয়ের কাছে হেরে যাবেন তারা? এসব কৌতূহল মেটাতে প্রকাশিত হচ্ছে পাঠকের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষার কাহিনী তরুণ সাহিত্যিক ও প্রযুক্তিবিষয়ক সাংবাদিক রাহিতুল ইসলামের "বদলে দেওয়ার গান"।
নতুন এই বইটি প্রকাশ করছে প্রথমা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। উপন্যাসটি উৎসর্গ আব্দুল্লাহ এইচ কাফিকে। মূল্য ২৩০ টাকা।
বই সম্পর্কে বলতে গিয়ে রাহিতুল ইসলাম বলেন, "বাবার হত্যাকাণ্ডের পর মেয়ে বীথি নিজের এলাকায় ফিরে আসে। সিদ্ধান্ত নেয়, এলাকাটিকে স্মার্ট শহর হিসেবে গড়ে তুলবে সে। এ স্বপ্নই দেখতেন বাবা। কিন্তু চেয়ারম্যানের পদে থাকার পরও যে ষড়যন্ত্রের সামনে বাবা টিকতে পারেননি, রাজনীতিতে সম্পূর্ণ অনভিজ্ঞ বীথি কি পারবে সেখানে দাঁড়িয়ে থাকতে? এই প্রশ্নের উত্তর আছে এ বইয়ে।"
তিনি বলেন, 'সদিচ্ছা থাকলে মানুষ কত কিছু যে করতে পারে, আমি শুধু সেটাই দেখিয়েছি।' আশা করছি বইটি ভালো সাড়া ফেলবে। ইতিমধ্যে ৭০০ কপি বই প্রি অর্ডারে এসেছে। আজ থেকে বইটি সারাদেশে পাওয়া যাবে।
'বদলে দেওয়ার গান' রাহিতুল ইসলামের ১২তম উপন্যাস। বইটি পাওয়া যাচ্ছে প্রথমা ডটকম ও রকমারি ডটকমে।