ট্রাম্পের কথার অনলে কতটা পুড়েছেন মামদানি?
মামদানিকে একের পর এক তীর্যক মন্তব্যে নাস্তানাবুদ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে পাগল, কমিউনিস্ট, অবৈধ অভিবাসী- এমন কিছু নেই যেই ট্যাগ দেননি তিনি। তহবিল বন্ধের হুমকিও দিয়েছিলেন। ট্রাম্পের দাবি, কমিউনিস্টরা ভালো করে না, তাই, মামদানিও ভালে করতে পারবে না। নিউইয়র্কের উন্নতি হবে নিউইয়র্কের কারণেই, মামদানির কারণে নয়।
