থানা থেকে জাটকা ইলিশ লুট করল কারা?
বরগুনায় নৌ-বাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের অভিযানে জব্দ করা প্রায় ১৫০০ কেজি জাটকা ইলিশ আমতলী থানা থেকে লুট হয়ে গেছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকালের এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, চেষ্টা করেও তারা লুট ঠেকাতে ব্যর্থ হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
