কুকুর বিক্রি করেই মাসে আয় লাখ টাকার বেশি
জন্মের আগেই বুকিং! ক্রেতারা আগে দেখেন মা–বাবাকে, তারপর পেটে থাকা বাচ্চার জন্য আগাম দাম ঠিক করে বুকিং দিয়ে রাখেন। এমন অদ্ভুত ঘটনা ঘটছে রাজধানীতে বিক্রি হওয়া গার্ড ডগ বা পাহারাদার কুকুরের বেলায়। নিরাপত্তার কাজে জার্মান শেফার্ড, ইতালিয়ান ম্যাসটিফ, ইংল্যান্ডের বুল ম্যাসটিফ—এসব জাতের কুকুরের চাহিদাই বেশি। তাই পাহারাদার হিসেবে পরিচিত এসব কুকুরছানা বিক্রি হয়ে যাচ্ছে পেটে থাকতেই।
