চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ

জুয়েলার্সের ওয়েবসাইট অনুযায়ী, গিলে ফেলা এই অলঙ্কারটিতে ৬০টি সাদা হীরা ও ১৫টি নীলকান্তমণি বসানো আছে এবং এটি খুললে ১৮ ক্যারেট সোনার একটি ছোট্ট অক্টোপাস দেখা যায়।