চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
পুলিশের দাবি, চুরি করার উদ্দেশ্যে নিউজিল্যান্ডের এক ব্যক্তির গিলে ফেলা হীরা বসানো লকেটটি "উদ্ধার" করা হয়েছে। খবর বিবিসির।
৩৩ হাজার ৫৮৫ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি মূল্যে ২৩ লাখ টাকা) মূল্যের এই ফ্যাবার্গে-এর ডিম্বাকৃতির লকেটটি "প্রাকৃতিক উপায়ে" পুনরুদ্ধার করা হয়। পুলিশ বিবিসিকে জানায়, "এর জন্য কোনো চিকিৎসা পদ্ধতির দরকার হয়নি।"
কেন্দ্রীয় অকল্যান্ডের প্যাট্রজ জুয়েলার্সের দোকানে এই ৩২ বছর বয়সী লোকটি লকেটটি গিলে ফেলার কয়েক মিনিট পরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আর তার প্রায় এক সপ্তাহ পর এটি উদ্ধার হলো।
জুয়েলার্সের ওয়েবসাইট অনুযায়ী, গিলে ফেলা এই অলঙ্কারটিতে ৬০টি সাদা হীরা ও ১৫টি নীলকান্তমণি বসানো আছে এবং এটি খুললে ১৮ ক্যারেট সোনার একটি ছোট্ট অক্টোপাস দেখা যায়।
ঐ ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে।
এই সপ্তাহের প্রথম দিকে নিউজিল্যান্ড পুলিশ জানায় যে ঐ ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ তখন বলেছিল, "ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে, যেহেতু এই লোকটি আমাদের হেফাজতে রয়েছে, তাই তাকে নজরে রাখা আমাদের দায়িত্ব।"
এই লকেটটির নাম রাখা হয়েছে 'অক্টোপাসি এগ'। ১৯৮৩ সালের একটি জেমস বন্ড সিনেমা (যেটির মূল কাহিনি একটি ফ্যাবার্গে ডিম চুরি নিয়ে) থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছিল।
ফ্যাবার্গে হলো দুই শতাব্দীরও বেশি আগে রাশিয়ায় প্রতিষ্ঠিত একটি বিশ্বখ্যাত গহনা প্রতিষ্ঠান। তারা রত্ন ও মূল্যবান ধাতু দিয়ে তৈরি ডিম আকৃতির গহনা জন্য সুপরিচিত।
রেডিও এনজেড-এর তথ্য মতে, প্যাট্রজ জুয়েলার্স লকেটটি ফ্যাবার্গে-কে ফিরিয়ে দেবে।
আগামী ৮ ডিসেম্বর সন্দেহভাজন ঐ ব্যক্তিকে আবার আদালতে হাজির করার কথা রয়েছে।
বিবিসি যে অভিযোগপত্রগুলো দেখেছে, তাতে উল্লেখ আছে যে, ১২ নভেম্বর একই দোকান থেকে একটি আইপ্যাড চুরির এবং তার পরের দিন একটি ব্যক্তিগত বাড়ি থেকে প্রায় ১০০ নিউজিল্যান্ড ডলার মূল্যের ক্যাট লিটার ও পোকা নিয়ন্ত্রণের জিনিস চুরির অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।
