এভারেস্টে সরঞ্জাম পৌঁছে দেবে ড্রোন, বদলে যেতে পারে পর্বতারোহণের ধারা

এয়ারলিফট নেপালের কর্মকর্তা ড্রোন পাইলট মিলান পান্ডে বলেন, ড্রোন ব্যবহার করে এভারেস্টের বিভিন্ন পয়েন্টে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধের মতো জীবনরক্ষাকারী সরঞ্জামও পাঠানো সম্ভব।