অপূর্ণ রইল রাজেশ খান্নার শেষ ইচ্ছা: মৃত্যুর পর তার বাসভবন থেকে উদ্ধার হয় ৬৪টি সুটকেস
২০১২ সালে তাঁর মৃত্যুর পর তার বাসভবন ‘আশীর্বাদ’ নামের বাংলো থেকে উদ্ধার হয় ৬৪টি সুটকেস, প্রত্যেকটিই ভর্তি ছিল বিদেশ থেকে আনা উপহারে, প্রিয়জনদের উদ্দেশ্যে এনেও যেগুলো তিনি কোনোদিন কাউকে দিতে পারেননি।