মেৎর্স -ম্যাখোঁ বৈঠক: 'যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ' গঠনের ঘোষণা জার্মানি-ফ্রান্সের

বুধবার (৭ মে) প্যারিসে এক বৈঠকে নবনির্বাচিত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।