নিয়ান্ডারথালদের গোত্রভেদে নিজস্ব খাবার ছিল, ম্যাগটে ভরা পচা মাংস তার মধ্যে অন্যতম: গবেষণা
সম্প্রতি 'সায়েন্স অ্যাডভান্সেস' পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ম্যাগট খাওয়ার অভ্যাস নিয়ান্ডারথালের হাড়ে পাওয়া অস্বাভাবিক মাত্রার নাইট্রোজেনের ব্যাখ্যা হতে পারে।
