মাইক্রোসফটের গবেষণা: এআই ঝড়ে বিপন্ন যেসব পেশা, আপনার চাকুরি সুরক্ষিত তো?

নিত্যনতুন আরও শক্তিশালী এআই বাজারে আনার এক প্রতিযোগিতাও চলছে বিশ্বের তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে। উন্নত এসব এআই মানুষের কর্মক্ষেত্রেও ভাগ বসাচ্ছে, বিশেষত ঝুঁকি বাড়ছে বুদ্ধিবৃত্তিক পেশাগুলোতে।