বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে

বিকাল ৪টার দিকে স্টেডিয়ামের গেট খোলা হয়। সাড়ে ৪টার দিকে মিরপুর স্টেডিয়ামের চার ও পাঁচ নম্বর গেটে বেশ কিছু দর্শককে দেখা যায়, যারা টিকেট কেটেও ঢুকতে পারছেন না। জাল হওয়ায় তাদের টিকেট স্ক্যান হচ্ছিল না...