শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জার্মানিকে কাঁদিয়ে সেমি-ফাইনালে স্পেন
উত্থান-পতনে ভরা ম্যাচে স্পেনের জয়ের নায়ক দানি ওলমো আর মিকেল মেরিনো। মিডফিল্ডার মেরিনো ম্যাচের অতিরিক্ত সময়ের একদম অন্তিম মুহূর্তে করেছেন জয়সূচক গোল, গোলটি করিয়েছেন ওলমো, আর স্পেনের প্রথম গোলটা...