মুক্তিপণ না পেলে মেরে ফেলা হবে, শুনুন জাহাজের এক ক্রুর আকুতি
অডিও বার্তাটিতে নুরকে বলতে শোনা যায়, 'এই মেসেজটা সবাইকে পাস করে দিও। আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা হচ্ছে, এখানে যদি টাকা না দেয়, আমাদের একজন একজন করে মেরে ফেলবে বলছে আর কি।’