রাজহাঁসের অত্যাচারে অতিষ্ঠ ক্যালিফোর্নিয়ার শহর; তাড়াতে ড্রোন ও কুকুরের পেছনে লাখো ডলার খরচ!
ক্যালিফোর্নিয়ার ফস্টার সিটিতে রাজহাঁসের দাপট বেড়ে যাওয়ায় শহর কর্তৃপক্ষ জানিয়েছে,তা জনস্বাস্থ্য ও জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্যা মোকাবিলায় শহরটি প্রায় ৩ লাখ ৯০ হাজার ডলার...