সিনোভ্যাকের পরে ফাইজারের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে 'কম কার্যকর'

গবেষণার অন্যতম লেখক আকিকো ইওয়াসাকি টুইটারে জানিয়েছেন, চীনের করোনাভ্যাক গ্রাহণকারীদের ওমিক্রনের বিরুদ্ধে ‘সুরক্ষার প্রয়োজনীয় মাত্রা’ অর্জনে অতিরিক্ত দুটি বুস্টার ডোজ প্রয়োজন হতে পারে।