প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে ছাড়িয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। একইসাথে বাঁহাতি স্পিনে ২৫০ উইকেটের মাইলফলকে তিনি পৌঁছে গেলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায়। রেকর্ড ভাগ করেছেন তারই সাবেক বোলিং কোচ রাঙ্গানা হেরাথের সাথে।
২১ রান করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করে তাইজুল রেকর্ড স্পর্শ করেন। ভাঙেন ম্যাকব্রাইন ও ক্যাম্ফারের ১০৫ বলে ২৬ রানের জুটি। এই ইনিংসে এটি তাইজুলের চতুর্থ উইকেট, টেস্টে অষ্টম।
এতদিন বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান। তবে নিজের ধারাবাহিকতা আর ঘূর্ণি জাদুতে সেই রেকর্ড ভেঙে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তাইজুল।
২৪২ টেস্ট উইকেট নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান মিরপুর টেস্ট শুরু করেছিলেন তাইজুল। তখন তিনি সাকিবের চেয়ে ৪ উইকেট পেছনে ছিলেন।আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বলবার্নিকে এলবিডব্লু করে সাকিবকে টপকে হয়ে যান দেশের সফলতম টেস্ট বোলার।
এর আগে বাংলাদেশের হয়ে ৫৪ টেস্ট খেলে দুইশ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব আল হাসান, ৪৮ টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন তাইজুল ইসলাম।
সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পর তার থেকে অভিনন্দন বার্তাও পান তাইজুল। টাইগার অলরাউন্ডার তাকে শুভকামনা জানান, ৪০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করার।
ক্যারিয়ারের শুরু থেকেই লাল বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম তাইজুল ইসলাম। বিশেষ করে দেশের মাটিতে তিনি বরাবরই প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। সাকিবের অনুপস্থিতিতে বহুবার একাই দলের বোলিং আক্রমণ সামলেছেন তিনি। আজ ২৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করে তিনি প্রমাণ করলেন, টেস্ট ক্রিকেটে তিনিই এখন দেশের অবিসংবাদিত সেরা স্পিনার।
মাইলফলকটি স্পর্শ করার পরপরই মাঠে সতীর্থদের অভিনন্দনে সিক্ত হন এই অভিজ্ঞ স্পিনার। গ্যালারি থেকেও দর্শকদের করতালিতে তাকে অভিবাদন জানানো হয়।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক। ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট।
পরিসংখ্যান বলছে, ২৫০ উইকেটের এই এলিট ক্লাবে পৌঁছাতে তাইজুলের লেগেছে ৫৭ টেস্ট ও ১০২ ইনিংস।
