প্রান্তিক লাইব্রেরির জন্য রকমারির বই দান কর্মসূচি

দেশের প্রান্তিক লাইব্রেরিগুলোর জন্য বড় পরিসরে বই দানের কর্মসূচি নিয়েছে অনলাইন বুকস্টোর রকমারি ডটকম।
দেশের অনেক প্রান্তিক লাইব্রেরি বইয়ের অভাবে পাঠকদের চাহিদা পূরণ করতে পারছে না। পাঠাগারগুলোতে প্রয়োজনীয় বইয়ের অভাবে অনেক পড়াশোনার সুযোগ হারাচ্ছে অনেক শিশু-কিশোর ও পাঠক।
এই বাস্তবতাকে সামনে রেখে অন্যতম বৃহৎ অনলাইন বুকস্টোর রকমারি ডটকম নিয়মিত প্রান্তিক অঞ্চলের লাইব্রেরিগুলোতে বই দান করে আসছে। এবার সেই উদ্যোগ আরও বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা হচ্ছে 'রকমারি বুক ডোনেশন প্রোগ্রাম'-এর মাধ্যমে।
এই কর্মসূচির লক্ষ্য সারা দেশের পাঠাগারগুলোর বই-সংকট দূর করা এবং পাঠকদের জন্য একটি সমৃদ্ধ বইয়ের সংগ্রহ গড়ে তোলা। আর এই উদ্যোগকে সফল করতে রকমারি ডটকম বইপ্রেমী মানুষদের কাছে বাসায় পড়ে থাকা অন্তত একটি বই হলেও দান করার আহ্বান জানিয়েছে।
বই পাঠানো যাবে এই ঠিকানায়: Rokomari Book Donation, 2/1/E Eden Center, Arambag, Motijheel, Dhaka. কীভাবে বই পাঠাতে হবে, তা আরও বিস্তারিত জানা যাবে এই লিঙ্ক থেকে।