এবার সত্যিই বিচ্ছেদ ঘটতে যাচ্ছে উইল স্মিথ-জাডার? সম্পত্তির ভাগ নিয়ে লড়াই!

অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে এক থাপ্পড় মারার জেরে মুহুর্তের মধ্যে বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত তারকা বনে গেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। স্মিথ যে নিজের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে রক্ষার জন্য এ কাজ করেছিলেন, তা ইতোমধ্যে সবারই জানা। কিন্তু এ ইস্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড় এবং একাডেমী থেকে বছর দশেকের জন্য স্মিথ নিষিদ্ধ হওয়ার পর তার অন্দরের কি অবস্থা? স্ত্রী জাডার সঙ্গে কি সম্পর্কটা সঠিক গতিতে চলছে এই অভিনেতার?
উত্তরটা বোধহয় 'না'। কারণ অস্কারে থাপ্পড়-কাণ্ডের পর জাডা পিংকেটের মন্তব্য এবং গণমাধ্যমগুলোতে উঠে আসা পুরনো ঘটনাবলি থেকে স্মিথ-জাডার সম্পর্কের অন্ধকার দিক প্রকাশ হতে থাকে। এই জুটির মধ্যে যে তিক্ততা আগে থেকেই ছিল তা ভবিষ্যতে বিচ্ছেদের দিকেই মোড় নিবে কিনা তা নিয়ে চলছে গুঞ্জন।
মিলিয়ন ডলারের বিচ্ছেদ!
গণমাধ্যমের চাপের কারণে হোক কিংবা নিজেদের সম্পর্কের টানাপোড়েনের কারণে, একাধিক প্রতিবেদনে খবর পাওয়া গেছে, বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন স্মিথ-জাডা। আর খ্যাতনামা তারকাদ্বয়ের বিচ্ছেদ মানেই কোটি টাকার মামলা! অবধারিতভাবেই উইল স্মিথের সম্পত্তি তখন ভাগ হয়ে যাবে এবং শুরু হবে আইনি লড়াই।
উইল স্মিথের থাপ্পড়-কাণ্ডের পর জাডার শীতল প্রতিক্রিয়া এবং নিজের সঙ্গীর প্রতি সমর্থনের অভাবকে তুলে ধরে হিট ম্যাগাজিনন বলছে, এখন পর্যন্ত দুজনের কেউই আলাদা হয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেননি। যদিও সবটাই গুজব বলেই ধরা হচ্ছে, কিন্তু হলিউডপাড়ায় কান পাতলে সেই গুজব বেশ জোরালভাবেই শোনা যাচ্ছে!
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে হিট ম্যাগাজিন লেখে, "তাদের দুজনের মধ্যে বহু বছর ধরেই ঝামেলা চলছিল। কিন্তু এখন তারা একে অপরের সাথে কথা বলেন না বললেই চলে। দুজনের মধ্যকার চাপা উত্তেজনা এখন স্পষ্ট হয়ে উঠেছে।"
সম্পদের ভাগাভাগি
২৫ বছর একসাথে কাটিয়েছেন উইল স্মিথ ও জাডা পিংকেট স্মিথ। যদিও এর মধ্যে এমন সময়ও গেছে যখন প্রতারণা ও মুক্ত সম্পর্কের গুজব চলাকালীন একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেছেন দুজনে। কিন্তু তা সত্ত্বেও বিচ্ছেদের আবেদন করা হলে জাডা পিংকেট উইল স্মিথের সম্পত্তির অর্ধেক পাবেনই।
এই মুহূর্তে উইল স্মিথের সম্পদের পরিমাণ ৩৫০ মিলিয়ন ডলারের কম নয়! ক্যালিফোর্নিয়া রাজ্যের আইন অনুযায়ী যদি সম্পদ ভাগাভাগি করা হয় তাহলে জাডা এর মধ্যে ১৭৫ মিলিয়ন ডলার পাবেন। জাডার নিজ সম্পদের পরিমাণ এখন ৫০ মিলিয়ন ডলার।
যদিও কোনোকিছুই এখনো নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে জাডা ও স্মিথ আইনি লড়াইয়ে জড়াবেনই, এবং সেটি ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির আইনি লড়াইয়ের চাইতেও বড় হবে!
সূত্র: মার্কা