সংকট না মিটলে অনাস্থা প্রস্তাব উত্থাপনের হুমকি শ্রীলঙ্কার বিরোধী দলের

প্রচণ্ড অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার চলমান পরিস্থিতি মোকাবেলা এবং শাসন ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ না নিলে সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হবে।
শ্রীলঙ্কার প্রধানবিরোধী দল সমগী জনা বালাওয়েগয়ার (এসজেবি) নেতা সজিথ প্রেমাদাসা সংসদে এই হুমকি দিয়েছেন। খবর রয়টার্সের।
ইতিমধ্যে শ্রীলঙ্কায় খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে জনসাধারণের ক্ষোভর মুখে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মন্ত্রীপরিষদের সব সদস্য পদত্যাগ করেছেন।
অর্থনৈতিক সংকট ও জনরোষের মুখে পড়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রাজাপাকসে সরকার।
দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র জুড়ে প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভ এবং হতাশা। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে হাজারও শ্রীলঙ্কান প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নির্বাচিত হওয়ার পর তার প্রবর্তিত নীতিগুলোর কারণেই সংকট বেড়েছে। ট্যাক্স কমানো, আমদানিতে নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সাহায্য নিতে অনীহা ইত্যাদি নীতির সমালোচনা করছেন তারা।
বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কা এখন জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানিতে হিমশিম খাচ্ছে। ১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পর এবারই সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।
- বিস্তারিত আসছে