অস্ত্রোপচার করাতে ভারত যাচ্ছেন মাশরাফি, প্রিমিয়ার লিগে খেলা নিয়ে শঙ্কা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দিনের দলবদলে ঠিকানা নিশ্চিত হয়েছে মাশরাফি বিন মুর্তজার। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ৫০ ওভারের ঘরোয়া আসরটিতে লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। মাশরাফিকে দলে পাওয়ার আনন্দের মাঝে শঙ্কাতেও দলটি। অভিজ্ঞ এই ক্রিকেটারকে পুরো মৌসুমে দলে নাও পেতে পারে তারা।
কোমড়ের ডিস্কের চিকিৎসা নিতে বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন মাশরাফি। পরিবার নিয়ে প্রথমে দিল্লিতে যাবেন তিনি। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার অ্যাপোয়েনমেন্ট নেওয়া ৯ মার্চ। সেখানে ডাক্তার দেখাবেন অভিজ্ঞ এই পেসার। অবস্থা বিবেচনায় ডাক্তার পরামর্শ দিলে কোমড়ের ডিস্কে অস্ত্রোপচার করাবেন মাশরাফি। অস্ত্রোপচার যে লাগবে, সেটা নিশ্চিত। অস্ত্রোপচার করালে এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। তেমন হলে আসন্ন প্রিমিয়ার লিগে রূপগঞ্জের হয়ে নাও খেলা হতে পারে ডানহাতি এই পেসারের।
বিষয়টি নিজেই জানিয়েছেন মাশরাফি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমার অ্যাপোয়েনমেন্ট নেওয়া ৯ তারিখ। আমি যাচ্ছি চারদিন আগে। প্রথম কদিন পরিবারকে সময় দিব। ৯ তারিখ চেন্নাই যাব, সেদিনই অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাব। উনি স্ক্যানের ছবি দেখে অ্যাপোয়েনমেন্ট দিয়েছেন। সামনা সামনি দেখার পরে উনি সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচারের।'
মাশরাফির পরিকল্পনা ছিল প্রিমিয়ার লিগ খেলে অস্ত্রোপচার করানোর। কিন্তু ডাক্তারের পরামর্শ এর আগেই অস্ত্রোপচার করানোর। মাশরাফি বলেন, 'আমার ইচ্ছা ছিল প্রিমিয়ার লিগ খেলে করানোর। কিন্তু উনি চাচ্ছেন আগেই করাতে। এটা এখন মিলিয়ে নিতে হবে। আমার কোমড়ের ডিস্কে অস্ত্রোপচার করাতে হবে। লিগের কারণে পরে করাতে চাচ্ছিলাম। লিগ শুরুর আগে এক মাস সময় পেলে আগেই করাতাম। কিন্তু সেই সময় তো নেই।'
অস্ত্রোপচার করালে লিগের অনেকগুলো ম্যাচ খেলা হবে না বলে জানান মাশরাফি। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়ক অনেকগুলো ম্যাচ বললেও প্রিমিয়ার লিগে তার না খেলার সম্ভাবনাই বেশি। মাশরাফি বলেন, 'অস্ত্রোপচার করালে মাসে খানেক মাঠের বাইরে থাকতে হবে। সেটা হলে অনেকগুলো ম্যাচ মিস হয়ে যাবে।'
বিপিএলকে সামনে রেখে গত জানুয়ারির মাঝামাঝি সময়ে অনুশীলনে ফেরেন মাশরাফি। দীর্ঘদিন পর মাঠে ফিরে শুরুটা ভালো যায়নি তার। শুরুর দিনই অস্বস্তিতে দেখা যায় তাকে। পিঠের ব্যথার কারণে সেদিন বোলিং করতে পারেননি। কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার অনুশীলন শুরু করেন তিনি। সেদিনই গ্লুটসে (কোমড়ের নিচের অংশে) টান লাগে মাশরাফির।
আবারও কদিন বিশ্রামে থাকতে হয় সাবেক ওয়ানডে অধিনায়ককে। এরপর অনেকটা ফিট হয়ে মিনিস্টার ঢাকার হয়ে বিপিএল খেলতে শুরু করেন মাশরাফি। এ যাত্রাও মসৃণ হয়নি তার। চার ম্যাচ খেলার পর কোমড়ের ব্যথা বাড়ায় আর মাঠে নামা হয়নি অভিজ্ঞ এই পেসারের। বিপিএলের চার ম্যাচে ৪ উইকেট নেন তিনি।
বাংলাদেশের হয়ে ২০২০ সালের ৬ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেন মাশরাফি। ওই সিরিজে অধিনায়কত্ব ছাড়ার পর জাতীয় দলে আর ডাক পড়েনি তার। করোনাকালের বিরতির পর ২০২০ সালেরই ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরেন মাশরাফি। বিপিএল খেলার আগে এই আসরেই সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন তিনি। এবারের প্রিমিয়ার লিগে রূপগঞ্জে নাম লেখানো মাশরাফি আগের আসরে শেখ জামালের হয়ে খেলেন।