টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়ায় খেলা হচ্ছে না জামালদের

নতুন কোচ হাভিয়ের কারবেরার তত্ত্বাবধানে ইন্দোনেশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু ম্যাচ দুটি হচ্ছে না। জাতীয় দলের অনেক ফুটবলার করোনাভাইরাসের টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়া সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের ন্যাশন্যাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
আগামী ২৪ এবং ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। এ কারণে দ্রুততার সঙ্গে জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দেওয়া হয়। ইন্দোনেশিয়া সফরকে সামনে রেখে কারবেরার আগামী ১৫ জানুয়ারি ঢাকায় আসার কথা।
১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, 'ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া থেকে জানাতে হয়, ইন্দোনেশিয়ায় প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিসিয়াল প্রত্যেকের কোভিড-১৯ দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক।'
সফর বাতিল হওয়ার প্রসঙ্গে কাজী নাবিল আহমেদ বলেছেন, 'ইন্দোনেশিয়াতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমাদের জাতীয় দলের কোচ ১৫ জানুয়ারি ঢাকায় চলে আসছেন। আমরা খেলোয়াড় তালিকাও তৈরি করেছি। কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে আমাদের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে।'
তিনি জানান, জাতীয় দলের সবাই এখনও টিকার আওতায় আসেনি। ১৫ জন ফুটবলার করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নিয়েছেন। এ ছাড়া ৭ জন ফুটবলার এক ডোজ এবং ৬ জন ফুটবলার এখনও টিকা নেওয়া হয়নি।
ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় জানুয়ারির ফিফা উইন্ডোতে কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। এ উইন্ডোতে না হলেও মার্চে এই দুই ম্যাচ আয়োজনের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন কাজী নাবিল। ফুটবলারদের যত দ্রুত সম্ভব টিকার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।