ভবানীপুরে মমতার জয়, নিজের রেকর্ড নিজেই ভেঙে নির্বাচিত

ভবানীপুরে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে হেরে দ্বিতীয়বার পরীক্ষায় বসে বিপুল ব্যবধানে বিধানসভায় ঢোকার টিকিট নিশ্চিত করলেন তিনি।
২০ রাউন্ড গণনা শেষে নিজেই নিজের রেকর্ড ভাঙেন তিনি। এর আগে ২০১১ সালের উপনির্বাচনে ৫৪,২১৩ ভোটে জিতেছিলেন মমতা।
৫৮ হাজার ৩৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন এ তৃণমূল নেত্রী, সঙ্গে যুক্ত হয় পোস্টাল ব্যালটের ৪৪৩ টি ভোট। ২১ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পান ৮৪ হাজার ৭০৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল পান ২৬ হাজার ৩২০ ভোট। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পান মাত্র ৪ হাজার২০১ ভোট। ২০১১ সালের থেকেও এবার বড় ব্যবধানে জিতেছেন মমতা।