লিয়েন্ডার পেজের সঙ্গে নিজের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করলেন কিম শর্মা

শেষ হলো সব ফিসফাস, জল্পনার অবসান। ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে নিজের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করলেন তার স্বদেশি অভিনেত্রী কিম শর্মা। কোনো বাড়তি শব্দ খরচ না করে স্রেফ নিজেদের একটি ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করেছেন এই বলিউড সুন্দরী।
বুদ্ধিমানদের কাছে এই ইঙ্গিত ভীষণভাবে পরিষ্কার। আর ছবিও যে বেশ অর্থবাহী, সে বিষয়ে সন্দেহ নেই কারও।
সেই ছবিতে দেখা যাচ্ছে, কিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তার দিকে অপলকভাবে হাসিমুখে তাকিয়ে রয়েছেন লিয়েন্ডার। কিম অবশ্য লিয়েন্ডারকে জড়িয়ে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে রয়েছেন।
দিন কয়েক আগেই গোয়ার সমুদ্র সৈকতের ধারে এক রেস্তোরাঁতে লেন্সবন্দি হয়েছেন দুজনে। এর পর থেকেই এই জুটির রসায়ন নিয়ে গুঞ্জন উঠেছে বলিপাড়ায়। এরপর প্রায়শই মায়ানগরীতে একসঙ্গে পাপারাৎজিদের লেন্সবন্দি হয়েছেন তারা

কিছুদিন আগে এই ভারতীয় টেনিস কিংবদন্তির উদ্দেশে কিমের লেখা একটি পোস্টও খবরের শিরোনামে এসেছিল।
২৫ বছর আগে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লিয়েন্ডার পেজ। ক্যাপশনে লেখা, 'অলিম্পিক্স মেডেলের ২৫ বছরে অভিনন্দন চ্যাম্প।' হ্যাশট্যাগে 'ফ্লাইং ম্যান' ব্যবহার করেছেন বলিউড নায়িকা, যা থেকে নেটিজেনদের একাংশের মত, লিয়েন্ডারকে এই বিশেষ নামেই ডাকেন কিম।

'হাসিন দিলরুবা' অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে ২০১৯ সাল থেকে ডেট করছিলেন কিম। ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গেও কিমের সম্পর্ক ছিল। অন্যদিকে, ২০১৭ সাল থেকে রিয়া পিল্লাইয়ের সঙ্গে সেপারেশনে রয়েছেন লিয়েন্ডার পেজ।