নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: ছবিতে আগুনের আঁচ
অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: মোহাম্মদ পনির হোসেন/রয়টার্স
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ওই কারখানায় প্রায় ৬০০-৭০০ শ্রমিক কাজ করতেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম।
এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
প্রিয় পাঠক, চলুন, ভয়াবহ এই অগ্নিকাণ্ড ও এর সঙ্গে সংশ্লিষ্ট একগুচ্ছ ছবি দেখে অনুভব করা যাক আগুনের ভয়াল আঁচ।

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার কারখানা বিল্ডিং থেকে নির্গত ধোঁয়া। ছবি: মুনির উজ জামান/এএফপি

আগুন নেভানোর চেষ্টায় দমকলকর্মীরা। ছবি: মুনির উজ জামান/এএফপি

জড়ো হওয়া কৌতুহলী মানুষদের নিরাপদ দূরত্বে রাখতে এবং ফায়ার সার্ভিস কর্মীদের কাজ নির্বিঘ্ন করতে আশেপাশের রাস্তা আটকে দিয়েছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ছবি: মোহাম্মদ পনির হোসেন/রয়টার্স

অগ্নিকাণ্ডের পর কারখানার কাছে মানুষের ভিড়। ছবি: মোহাম্মদ পনির হোসেন/রয়টার্স

প্রচেষ্টার কমতি নেই দমকলকর্মীদের। ছবি: মুনির উজ জামান/এএফপি

অগ্নিকাণ্ডের শিকার কারখানার ভেতর আটকে পড়া শ্রমিকদের ভাগ্য নিয়ে বাইরে স্বজনদের উৎকণ্ঠা। ছবি: মোহাম্মদ পনির হোসেন/রয়টার্স

অগ্নিকাণ্ডে নিহতদের মৃতদেহ সরিয়ে নিচ্ছেন দমকলকর্মী ও উদ্ধারকর্মীরা। ছবি: মুনির উজ জামান/এএফপি

কোনো এক ভাগ্যাহত শ্রমিকের স্বজনের আহাজারি। ছবি: মোহাম্মদ পনির হোসেন/রয়টার্স
-
ছবি সূত্র: আল জাজিরা