মিয়ানমারে জান্তা বিরোধী আন্দোলন: আরও ৮০ জনকে গুলি করে হত্যা

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলনে গুলি চালিয়ে আরও ৮০ জন নাগরিককে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
স্থানীয় গণমাধ্যম ও রাজবন্দীদের পর্যবেক্ষণ করে এমন একটি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দেশটির রাজধানী ইয়াঙ্গুনের নিকটবর্তী শহর বিগোতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ওই শহরে আন্দোলন ছত্রভঙ্গ করে দিতে রাইফেল গ্রেনেড ব্যবহার করে।
মিয়ানমার নাউ নিউজ নামে একটি গণমাধ্যম বলছে, এ ঘটনায় ৮২ আন্দোলনকারী নিহত হয়েছেন।