মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
শুরুতে গোল হজম করে কিছুটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে সেই অস্বস্তি কাটতে সময় লাগল মাত্র কয়েক মিনিট। এরপর শুরু হলো সাবিনা-লিপিদের গোল উৎসব। মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
আজ রোববার থাইল্যান্ডের ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভুটান।
'ড্র করলেই চ্যাম্পিয়ন'—এমন সমীকরণ সামনে রেখে খেলতে নামা বাংলাদেশকে ম্যাচের তৃতীয় মিনিটেই চমকে দেয় মালদ্বীপ। গোলকিপার স্বপ্না আক্তার ও ডিফেন্ডার মাসুরা পারভীনের ভুল বোঝাবুঝিতে আত্মঘাতী গোল করে বসে বাংলাদেশ।
তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মালদ্বীপ। ৫ম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফেরান অধিনায়ক সাবিনা খাতুন।
এক মিনিট পর পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন সাবিনা। তবে ১৩ মিনিটে আবারও ফ্রি-কিক থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বাংলাদেশ।
পুরো ম্যাচে বাংলাদেশের হয়ে একাই ৪টি গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। হ্যাটট্রিকসহ ৩টি গোল করেছেন লিপি আক্তার। এছাড়া কৃষ্ণা রানী সরকার করেছেন ২ গোল। একটি করে গোল পেয়েছেন নোশিন জাহান, মাতসুশিমা সুমাইয়া, নিলুফা ইয়াসমিন নীলা, মেহেনুর আক্তার ও মাসুরা পারভীন।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। ২২তম মিনিটে সাবিনা এবং ৩১ মিনিটে কৃষ্ণা গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। শেষ মুহূর্তে মালদ্বীপ এক গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।
ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ ড্র করার পর নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপার সুবাস পেতে শুরু করে সানজিদা-কৃষ্ণারা। আজ মালদ্বীপকে বিধ্বস্ত করে সেই মিশন পূর্ণ করল তারা।
২০১৮ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মাধ্যমে মেয়েদের ফুটসালে পথচলা শুরু হয়েছিল। এরপর দীর্ঘ ছয় বছর এই কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের শেষদিকে বাফুফে নতুন করে দল গঠনের উদ্যোগ নেয়। সেই প্রচেষ্টারই ফসল এই আন্তর্জাতিক শিরোপা।
এদিকে ব্যাংককে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ চলছে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সেখানে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে মালদ্বীপ। অন্যদিকে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের ছেলেরা।
