পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়ে আমি ১ কোটি মানুষের জীবন বাঁচিয়েছি: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই থামিয়ে লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছেন। বিষয়টিকে তিনি 'সম্মানজনক' হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এক বছরেরও কম সময়ের মধ্যে একাধিক শান্তি চুক্তির মধ্যস্থতা করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারত-পাকিস্তান সংঘাত থামিয়ে অন্তত এক কোটি মানুষের জীবন বাঁচানোর জন্য তাকে কৃতিত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'এক বছরেরও কম সময়ে, আমরা আটটি শান্তি চুক্তি করেছি এবং গাজায় যুদ্ধ শেষ করেছি। মধ্যপ্রাচ্যে এখন শান্তি বিরাজ করছে। কেউ ভাবেনি যে এটা সম্ভব হবে।'
পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন সহায়তা করেছে বলে জোর দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, 'আমরা ভারত ও পাকিস্তানকে লড়াই করা থেকে বিরত রেখেছি, দুটি পারমাণবিক শক্তিধর দেশ... পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন "ডোনাল্ড ট্রাম্প অন্তত ১ কোটি মানুষকে বাঁচিয়েছেন"। এবং এটা ছিল বিস্ময়কর, এবং এটা সম্মানের।'
গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা থামাতে নিজের ভূমিকার কথা ট্রাম্প বারবার জোর দিয়ে বলে আসছেন। গত বছরের ১০ মে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছিলেন যে, ওয়াশিংটনের মধ্যস্থতায় এক 'দীর্ঘ রাতের' আলোচনার পর দুই দেশ 'পূর্ণ এবং তাৎক্ষণিক' যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর থেকে তিনি প্রায় ৮০ বার এই দাবি করেছেন।
ট্রাম্প বেশ কয়েকবার উল্লেখ করেছেন যে, গত বছর হোয়াইট হাউসে সফরের সময় শেহবাজ শরিফ ভারত ও পাকিস্তানের সংঘাত থামিয়ে লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য তাকে কৃতিত্ব দিয়েছিলেন।
অবশ্য পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত বরাবরই তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে এসেছে। ট্রাম্পের এই দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
