অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন নয় ভারত

ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মোট ২০টি দেশ স্থগিত করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রয়োগ। টিকাগ্রহীতার দেহে রক্ত জমাট বাঁধার ঘটনায় প্রতিষেধকটির প্রভাব রয়েছে এমন আশঙ্কাতেই নেওয়া হয় সিদ্ধান্তটি।
তবে লাইসেন্সের মাধ্যমে টিকাটির সবচেয়ে বড় উৎপাদক দেশ ভারত জানিয়েছে, নিজেদের জাতীয় টিকা কর্মসূচিতে এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তারা মোটেও উদ্বিগ্ন নয়। আজ বুধবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা বিনোদ কুমার পল।
এপর্যন্ত স্থগিত রাখা দেশগুলো হলো; সুইডেন, লাটভিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, লুক্সেমবার্গ, সাইপ্রাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, বুলগেরিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, থাইল্যান্ড, রোমানিয়া, আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে এবং অস্ট্রিয়া।