আরও ২২৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ২২৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।
এদিন বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি সঞ্চার করতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, সর্বশেষ এই ক্রয়ের ফলে শুধু চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত) মোট ডলার কেনা হয়েছে ৩.৫৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই পরিমাণ ডলার কেনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর ফলে নতুন বছরের (২০২৬ সাল) জানুয়ারিতে মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে।
