তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো গোষ্ঠী দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, 'দেশে গত ১৬ মাসে ২ হাজারের মতো আন্দোলন হয়েছে। এর সবকটিই শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকার এক্ষেত্রে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব স্পষ্ট করেন, নির্বাচন বর্তমান উপদেষ্টা পরিষদের আওতাতেই অনুষ্ঠিত হবে এবং তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। নির্বাচনকে ঘিরে সরকার নতুন কোনো আইনের দিকে যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া, অনলাইন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক জালিয়াতি নিয়ন্ত্রণে সরকার নতুন আইন করার বিষয়ে ভাবছে বলে জানান শফিকুল আলম।
ভিসা জালিয়াতি রোধে কঠোর হচ্ছে সরকার
বিভিন্ন দেশে ভিসা জালিয়াতি রোধে আলাদা আইন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রেস সচিব বলেন, 'বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসার পর জালিয়াতি অনেক বেড়ে গেছে, যাকে জালিয়াতির সমুদ্র বলা চলে। এতে বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে এবং আমাদের নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন। একটি বড় চক্র মানুষকে ঠকিয়ে ভিসা জালিয়াতি করছে।'
তিনি আরও জানান, খুব জরুরি ভিত্তিতে এই আইন করা হবে। অনলাইনে বা এআই সফটওয়্যার ব্যবহার করে যারা জালিয়াতি করছে, তাদের জন্য আইনে সুস্পষ্ট শাস্তির বিধান রাখা হবে।
মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিপূরণ
সংবাদ সম্মেলনে জানানো হয়, 'মাইলস্টোন ট্র্যাজেডি'তে যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে ৩৬ জনের পরিবারকে ২০ লাখ টাকা করে এবং আহতদের ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
