নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ভোটের আগেই আইনশৃঙ্খলার অবনতি: জামায়াতের সেক্রেটারি জেনারেল
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ভোটের আগেই আইনশৃঙ্খলার গুরুতর অবনতি হয়েছে।'
আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে জামায়াতের বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
পরওয়ার বলেন, 'তফসিল ঘোষণার আগে ব্যবস্থা না নিলে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা খুবই কঠিন হবে।'
এ সপ্তাহে নির্বাচনের তফসিল ও রমজানের আগে নির্বাচনের বিষয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, 'ইসির বিষয়ে পূর্ণ আস্থা রয়েছে জামায়াতের, নির্বাচন দেরি হবারও আশঙ্কা নেই। তবে আগের নির্বাচনগুলোর অপবাদ ঘুচাতেই চব্বিশের নির্বাচনকে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ করা জাতির জন্য গুরুত্বপূর্ণ।'
বৈঠকে ভোটকেন্দ্রে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, মাঠ প্রশাসনের ভূমিকা, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকরী ভূমিকা, অপরাধীদের গ্রেপ্তার, প্রবাসী ভোটার, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
