বাংলাদেশের নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকার, জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ মার্কিন দূতাবাসের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে।
দূতাবাস সতর্ক করে দিয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে।
বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের তাদের আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে, আপডেট তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যমে নজর রাখতে এবং ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ড চলমান এলাকাগুলোতে ভ্রমণ বা বসবাসের সময় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
