হবিগঞ্জে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ইটাখোলা এলাকায় ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়লে এই অচলাবস্থার সৃষ্টি হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে কালনী এক্সপ্রেস। ট্রেনটি দুপুরের দিকে মাধবপুরের ইটাখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে বলেন, 'প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেসের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। ট্রেনটি এমনভাবে দাঁড়িয়ে আছে, যা অনেকটা লাইনচ্যুত হওয়ার মতো অবস্থা।'
স্টেশন মাস্টার আরও জানান, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ থাকলেও এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত অথবা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার জোর চেষ্টা চালানো হচ্ছে।
