বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়াল, গত বছরের তুলনায় সংক্রমণ দ্বিগুণেরও বেশি
বরিশাল বিভাগে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪৫ জনের। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে উপকূলীয় বরগুনা জেলায়। এককভাবে মৃত্যুর সংখ্যাও এই জেলায় বেশি।
আজ (১২ নভেম্বর) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে আজ ১২ নভেম্বর পর্যন্ত বরিশালের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫৬৮ জন, পটুয়াখালীতে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৮০৮ জন, বরগুনায় চিকিৎসা নিয়েছেন ৯ হাজার ১৩৩ জন।
এছাড়া, ভোলায় চিকিৎসা নিয়েছেন ৬৬২ জন; পিরোজপুরে ১৪৪৬ জন এবং ঝালকাঠির হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭৩ জন। অর্থাৎ, মোট চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ২৯০ জন।
মৃত্যুবরণ করা ৪৫ জনের মধ্যে বরগুনায় ১৫ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলায় একজন এবং শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২৬ জন। যদিও এই হাসপাতালে বিভাগের সব জেলার রোগী আসে বিধায় এখানে মৃত্যুবরণকারীর সংখ্যা বেশি হলেও, সবচেয়ে বেশি মারা গেছে বরগুনায়।
শেরে বাংলা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, 'এ বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বগত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি। গত বছর নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার। এ বছর তা গিয়ে দাড়িয়েছে ১৯ হাজারে।'
তিনি বলেন, 'বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেন শেবাচিম হাসপাতালে।'
স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, 'ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে মশা নিয়ন্ত্রণে উৎসাহিত করা হয়েছে। স্থানীয় সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে হাসপাতালে স্যালাইন ও অন্যান্য ওষুধ সরবরাহ বাড়ানো হয়েছে।'
