নির্বাচন নিয়ে ধোঁয়াশা কি কেটে গেছে?
জুলাই সনদের বিষয়বস্তু ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোকে একমত হতে এক সপ্তাহ সময় বেধে দিয়েছিল সরকার। তবে এখনও রাজনীতিতে ঐক্য আসেনি। বরং ৬ নভেম্বর ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ৮ দল। সেখানে জাতিয় নির্বাচনের আগেই গণভোট চায় দলগুলো। অন্যদিকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে অনড় বিএনপি। সেক্ষেত্রে রাজনীতিতে কী ঐক্য আসবে? না আসলে এর ফলাফল কী হবে? নির্বাচনেরই বা কী হবে? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সাংবাদিক ও বিশ্লেষক শাহেদ আলম। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
