বিএনপি নেতা মোবাশ্বেরকে মনোনয়নের দাবিতে কুমিল্লায় রেলপথ অবরোধ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেওয়ায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। আজ বুধবার বিকেলে তারা এ কর্মসূচি পালন করেন। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
রেলপথ অবরোধকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে স্লোগান দেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, অবরোধের ফলে ঢাকাগামী আন্তনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশনে এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ চলাকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, ২০০৮ সালে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তখন বিএনপির সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে নৌকার পক্ষে কাজ করেছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মোবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। তিনি সব সময় নির্যাতিত নেতা-কর্মীদের পাশে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর ভূঁইয়াকে।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।
এদিকে, মনোনয়নবঞ্চিত হওয়ায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিক্ষোভ করেছেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা।
