২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুরে বরিশাল বেলস পার্কে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, তারেক রহমানের বরিশাল আগমের বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার রাতে (১৪ জানুয়ারি) আমি ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার গুলশান কার্যালয়ে গেলে নেতা বরিশাল সফর করবেন বলে আয়োজন করতে বলেছেন।
আকন কুদ্দুসুর রহমান বলেন, 'প্রায় ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতি সভা ডাকা হয়েছে। সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা, জেলা, মহানগর এবং উপজেলা বিএনপির সুপার ফাইভ নেতারা অংশ নেবেন।'
এদিকে তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে বরিশালে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নানা রকম প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। বেলস পার্ক মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, 'নির্দেশনা আসার সাথে সাথে আমরা কাজ শুরু করেছি। নেতাকে বরণ করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি। দিনটি আমাদের জন্য ঐতিহাসিক। তার জনসভা জনসমুদ্রে পরিণত হবে।'
উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে কর্মিসভায় যোগ দিয়েছিলেন।
