মহাসড়ক অবরোধের জেরে সীতাকুণ্ডের ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি
দলীয় মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে গতকাল (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ডের চার স্থানীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বহিষ্কৃত নেতারা সীতাকুণ্ড উপজেলার কদমরাসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টির ঘটনায় জড়িত ছিলেন।
বহিষ্কৃতরা হলেন—সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিন মিন্টু।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত চারজনই বিএনপির সাবেক নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তাদেরকে দলীয় সব পদ থেকে, এমনকি প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কয়েক জায়গা অবরোধ করা হয়, এর ফলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সীতাকুণ্ড এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
