প্রথমবারের মতো আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন
প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কে এ ব্রিফিং করবেন সেটি এখনো জানায়নি প্রধান উপদেষ্টার দপ্তর।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে সকালে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র।
সংবাদ সম্মেলনে ঠিক কোন বিষয়ে ব্রিফ করা হবে, তা এখনো জানায়নি প্রেস উইং। তবে সরকারি কয়েকটি সূত্র জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে। ওই বিষয়টি নিয়েই সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।
সম্প্রতি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, গণভোটের সময় নির্ধারণ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এমন সময় প্রধান উপদেষ্টার কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
এদিকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের একদিন পরে এ সংবাদ সম্মেলন আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
সরকারের প্রায় ১৫ মাস হয়ে গেলেও এর আগে কোনো সংবাদ সম্মেলন করেননি প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়।
সাধারণত, প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেইন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় সংবাদ সম্মেলন করে থাকে৷
