২১তম দিনে মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন, যমুনার দিকে লংমার্চের ঘোষণা
দাবি আদায়ে টানা ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
শিক্ষকরা অভিযোগ করে বলেন, জাতীয়করণের দাবি মানতে সরকার অনীহা দেখাচ্ছে, ফলে দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক অবহেলিত হচ্ছেন। তারা আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।
তাদের মূল দাবিগুলো হলো:
১. চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন,
২. এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১,০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন,
৩. অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ,
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি, এবং
৫. ইবতেদায়ি মাদ্রাসার জন্য পৃথক অধিদপ্তর স্থাপন।
এ সময়, প্রেস ক্লাবের সামনের সড়কের একাংশ দখল করে অবস্থান ও বিক্ষোভ করায় যান চলাচল সীমিত হয়ে পড়ে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও কোনো প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়নি। বাস্তবায়নে দেরি হওয়ায় শিক্ষকরা আবার আন্দোলন শুরু করেছেন।
এর আগে, গত ২৯ অক্টোবর সচিবালয় অভিমুখে মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে।
