আইএমএফের পর্যালোচনা মিশন আসছে আগামীকাল
৫.৫ বিলিয়ন ডলার ঋণের পঞ্চম কিস্তির অর্থ বর্তমান সরকারের মেয়াদে ছাড় না করার সিদ্ধান্ত সত্ত্বেও সংস্থাটির শর্তগুলো সরকার পূরণ করছে কি-না, তা যাচাই করতে আগামীকাল বুধবার ঢাকা আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রিভিউ মিশন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা টিবিএসকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বুধবার ঢাকায় এসে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মিটিংয়ের মধ্য দিয়ে মিশন তাদের কার্যক্রম শুরু করবে। প্রায় দুই সপ্তাহ ধরে আইএমএফ কর্মকর্তারা জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আইএমএফের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত ঋণচুক্তি অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে ঋণের পঞ্চম কিস্তি ছাড় করার কথা এবং এই কিস্তির অর্থ পেতে বাংলাদেশকে কি কি শর্ত পূরণ করতে হবে— তার একটি তালিকা গত জুন মাসে সরকারকে দিয়েছে আইএমএফ। শুধু রাজস্ব আহরণের শর্ত ছাড়া—আইএমএফের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ। শর্তগুলো বাংলাদেশ কতোটা পূরণ করেছে, তা যাচাই করতে এই পর্যালোচক মিশন আসছে।
সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশকে জানিয়েছেন যে, ডিসেম্বর মাসে ঋণের পঞ্চম কিস্তি ছাড় করবে না আইএমএফ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, সেই সরকারের সঙ্গে আলোচনার পর মার্চ-এপ্রিল মাসে এই কিস্তির অর্থ ছাড় করবে সংস্থাটি। আইএমএফ এর সম্মেলন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর টিবিএস-কে একই কথা জানান।
আইএমএফের সময়মত ঋণের কিস্তি ছাড় না করার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ এখন রিভিউ মিশন না পাঠানোর প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশের প্রস্তাব ছিল, যেহেতু ডিসেম্বরে ঋণের কিস্তি ছাড় করা হচ্ছে না, তাই অক্টোবরে রিভিউ না করে নির্বাচিত সরকারের সময় যেন রিভিউ করা হয়। তবে আইএমএফ তাতে রাজী না হওয়ায় শেষপর্যন্ত রিভিউ মিশন পাঠানোর প্রস্তাবে সম্মতি দেয় ঢাকা।
