সবুজ রঙের বিশেষ ধরনের প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তা

সাধারণত আদালতে আসামিদের যেভাবে প্রিজন ভ্যানে আনা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে তেমন দৃশ্য দেখা যায়নি। তাদের পরিবহনে ব্যবহৃত হয়েছে সবুজ রঙের বিশেষ ধরনের একটি প্রিজন ভ্যান।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাতটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারা কর্তৃপক্ষের ওই ভ্যানে ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসময় তারা সবাই ছিলেন সাধারণ পোশাকে, কারও কারও মুখে ছিল মাস্ক।
হাজিরা শেষে সকাল ১০টার দিকে আসামিদের নিয়ে প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে।
আদালতে হাজির হওয়া সেনা কর্মকর্তারা বিগত সরকারের আমলে দায়ের হওয়া দুটি গুমের মামলার আসামি। তাদের মধ্যে কয়েকজন গত বছরের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময়ের হত্যা মামলাতেও অভিযুক্ত।
সেনা কর্মকর্তাদের হাজিরাকে ঘিরে বুধবার ভোর থেকেই পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এ সময় ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।