ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে বাধা, বহরের গাড়ি ভাঙচুরের অভিযোগ

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ ফরিদপুর সদর উপজেলার পরমানন্দপুর বাজারে গণসংযোগে গেলে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
এ সময় তার গাড়ি বহরের পেছনের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে এ কে আজাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় কোনো অঘটন ছাড়াই তিনি তার বহর নিয়ে এলাকা ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে এ কে আজাদ বাজারে পৌঁছে প্রথমে সংলগ্ন জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাজার এলাকায় গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ও কৃষ্ণনগর ইউনিয়নের যুবদল সভাপতি নান্নু মোল্লার নেতৃত্বে একটি মিছিল ঘটনাস্থলে আসে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় এ কে আজাদের নিজস্ব নিরাপত্তাকর্মীরা তাকে ঘিরে একটি মাঠে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যুবদলের নেতাকর্মীদের সেখান থেকে সরানোর চেষ্টা করে। পুলিশের অনুরোধে এ কে আজাদ ঘটনাস্থল ত্যাগ করেন।
এ কে আজাদের গাড়ি বহরে থাকা নেতাকর্মীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে পুলিশ প্রহরায় একে একে গাড়িগুলো ঘটনাস্থল ত্যাগ করে। তবে শেষের দুটি গাড়িতে আখ ছুড়ে মেরে কাচ ভাঙচুর করে যুবদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, 'ফরিদপুর সদর উপজেলার ইউনিয়নগুলোতে যুবদলের কোনো কমিটি নেই। পরমানন্দপুরে তার কোনো কর্মীও এ ঘটনায় জড়িত নয়।'
এ কে আজাদ বলেন, 'রাজনীতিতে এ ধরনের সহিংসতার ঘটনা আগে কখনও ঘটেনি। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।'
তিনি এ ঘটনার জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, 'পরমানন্দপুরে রোববার ছিল হাটের দিন। সেখানে এ কে আজাদ গণসংযোগ করতে গেলে অপরদিকে যুবদলের কর্মীরাও গণসংযোগ করছিল। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।'
ওসি বলেন, 'পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে এ কে আজাদের গাড়ি বহর নির্বিঘ্নে পার করে দিয়েছে।'