বিমানবন্দরে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। পণ্য খালাসের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান 'মমতা ট্রেডিং' বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি যোগ দিয়ে প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দীর্ঘ সময় ধরে চলা এই আগুনে কার্গো ভিলেজে থাকা বিপুল পরিমাণ পণ্য পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য খালাসের দায়িত্বপ্রাপ্ত সিঅ্যান্ডএফ এজেন্ট মমতা ট্রেডিং সূত্রে জানা যায়, ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি চালানে প্রায় ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম এসেছিল, যার পুরোটাই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, এসব পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) নেওয়ার প্রয়োজন ছিল। সেই ছাড়পত্র পেতে দেরি হওয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত পণ্যগুলো খালাস করা যায়নি। আজ রোববার সরঞ্জামগুলো খালাস করার কথা ছিল, কিন্তু তার আগেই ভয়াবহ আগুনে সব পুড়ে যায়।