অনুপস্থিত দলগুলোর জন্য জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে: ধর্ম উপদেষ্টা

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আজ যারা অংশগ্রহণ করেননি, তারা চাইলে পরবর্তীতে যোগ দিয়ে স্বাক্ষরের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন।
শুক্রবার (১৭ অক্টোবর) আশুলিয়ার পলাশবাড়ি এলাকার সাভার বন বিহারে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জুলাই সনদে এনসিপি'র অংশগ্রহণ না করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'তারা আজকে অংশগ্রহণ না করলেও ওখানে পরে অংশগ্রহণের সুযোগ আছে।'
তিনি আরও বলেন, 'তাদের যে দাবিগুলো আছে, সেগুলো সরকার বিবেচনা করবে, এবং এটা যদি পূরণ করা যায়, তাদের সঙ্গে সমঝোতায় আসা যায়, তাহলে তারা স্বাক্ষর করবেন। এবং এটা বলা আছে যে যারা আজকে স্বাক্ষর করতে পারবেন না, তারা পরবর্তীতে স্বাক্ষর করতে পারবেন।'
সরকারের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা- উল্লেখ করে খালিদ হোসেন বলেন, 'আমরা এই দেশের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, অত্যন্ত জটিল সময়ে, কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। যখন আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না, আইন ও শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ছিল না, পুলিশ তখন মাঠে ছিল না, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে- এরকম অবস্থায় আমরা দায়িত্ব নিয়ে পনেরো মাস অতিক্রম করেছি। অনেক চেষ্টা করেছি, আমরা রাত দিন পরিশ্রম করেছি। এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। আমরা গৌরবের ভাগীদার হতে চাই।'
এসময় উপদেষ্টা 'সেইফ এক্সিট' নিয়ে এনসিপি নেতা নাহিদের মন্তব্য প্রসঙ্গে বলেন, 'তিনি কাদেরকে মিন করতে চেয়েছেন, সেটি আমার জানা নেই। আমি আমার অবস্থান থেকে বারবার বলছি আমার কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। যেহেতু ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, চট্টগ্রাম শহরেও নেই, আমি ভাড়া ঘরে থাকি। আমি কলেজে শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, অতএব বিদেশে থাকার তো প্রশ্নই নেই। অতএব আমার সেইফ এক্সিটের কোনো চিন্তাই নেই। এই দেশ আমার, এই দেশ আমাদের।'